সাটুরিয়ায় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে বিদ্যুৎস্পর্শ হয়ে সোহাগ খান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ফুকুরহাটি ইউনিয়নের পানাইজুরী গ্রামের মশাইল খালে এই দুর্ঘটনা ঘটে। সোহাগ খান পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের কলতলা গ্রামের মাহবুব খানের ছেলে। পেশায় তিনি ইলেকট্রিক মিস্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মশাইল খালের ওপর নির্মাণাধীন ব্রিজে ইলেকট্রিক ঝালাইয়ের কাজ করছিলেন সোহাগ। কাজ করার সময় অসাবধানতাবশত আর্থিং লাইন এবং মূল বিদ্যুৎ লাইন এক হয়ে যায়। এতে সোহাগের ডান হাতে বিদ্যুৎস্পর্শ হয় এবং তিনি খালে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন এবং তার আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। সোহাগের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
