নড়াইলে সংঘর্ষে নারীসহ আহত ২৫
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নড়াইল প্রতিনিধি
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চরশালিখা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরশালিখা গ্রামের নবীর শেখ পক্ষ ও আজিজুর শেখ পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে গত শুক্রবার মুরাদ শেখ নামে নবির শেখ পক্ষের একজনকে প্রতিপক্ষরা পিটিয়ে গুরুত্বর যখম করে। এর জেরে উত্তেজিত নবীর শেখ পক্ষ সংঘবদ্ধ হয়ে গতকাল শনিবার সকালে আজিজুর শেখর পক্ষের উপর হামলা চালায়, এসময় আজিজুর শেখ পক্ষ হামলা প্রতিরোধ করতে গিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী এ সংঘর্ষে এক নারীসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে আজিজুর শেখের পক্ষের সবুর শেখের স্ত্রী গুরুত্বর আহত মিনা বেগমকে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আহত অন্যদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান পক্ষদুটির বিরোধ দীর্ঘ দিনের। পুলিশ, রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় অনেকবার আপোস মিমাংসা হলেও তা স্থায়ী হয় না। সংঘর্ষে জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
