বিজয়নগরে ফেসবুকের স্ট্যাটাস নিয়ে সংঘর্ষে আহত ২৫
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় সকাল ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন নির্বাচনি আসন বিন্যাস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট করাকে কেন্দ্র করে গত তিনদিন আগে অক্ষি গোষ্ঠীর দানা মিয়া গত বুধবার রাতের অন্ধকারে আরজু মিয়া (৭০) ও তার মেয়ে আকলিমা বেগমকে মারধোর করে। এরই জেওে গতকাল শনিবার সকালে অক্ষি গোষ্ঠী ও পাঠান গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে ২৫ জন আহত হন। তবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।
