নবীনগরে সিপিবির সম্মেলন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার আলিয়াবাদ গোলচত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন- নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মো. ইসহাক। সঞ্চালনায় ছিলেন- সাধারণ সম্পাদক কমরেড শাহীন খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্পাদক ও রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি কমরেড অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, গাজীপুর জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক ও নবীনগরের কৃতী সন্তান অ্যাডভোকেট জিয়াউল কবির খোকন, কমরেড আসমা খানম এবং নবীনগর উপজেলা সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল মালেক।