পাটগ্রাম সীমান্তে দুইজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও পুশ ইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার ভোরে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪৫-এস এলাকায় ভারতের ৯৮ বিএসএফ-এর বিএসবাড়ি ক্যাম্পের সদস্যরা দুই বাংলাদেশিকে পুশ ইন করে। আটকদের একজন নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা রানু মোল্লা এবং অন্যজন সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক।
বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন করার পর আনুমানিক এক কিলোমিটার ভেতরে প্রধানপাড়া নামক স্থান থেকে বিজিবি টহল দল তাদের আটক করে। পরে আটকদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
তারা প্রায় এক বছর আগে অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গুজরাট এলাকায় ভিক্ষাবৃত্তিতে যুক্ত ছিলেন বলে জানা গেছে। পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
