বড়লেখা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গত শনিবার বড়লেখা পৌর এলাকার পানিধার আব্দুর রহমান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও কোনো পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত পুরনো নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন নেতাকর্মীরা। এরআগে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে নছিব আলী নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খসরু জয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস সহিদ খান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৭১৫ ভোটারের মধ্যে ৭০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে দুপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ অতিথিরা সম্মেলনের উদ্বোধন করেন। সকালে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। সম্মেলনস্থল ও সড়ক বিভিন্ন স্থানে দলীয় পোস্টার, ব্যানার ও তোরণে সজ্জিত করা হয়। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০২০ সালে বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।