মৌলভীবাজার শহরে তীব্র যানজট

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা আর ইজিবাইকের দৌরাত্ম্যে পথ চলা দায়। প্রতিদিন শহরের চৌমুহনী মোড়, কুসুমবাগ মোড়, বেরিরপার মোড়, এম সাইফুর রহমান রোড যানজটের অবস্থা দেখলে মনে হবে, দেখার কেউ নেই। শহড়ের বিভিন্ন জায়গায় দুই পাশের ফুটপাত দখল করে বসে দোকানপাট। শহরের চান্দনি ঘাট রোড়, শমসের নগর রোড, কোট রোড়, পশ্চিম বাজার রোডসহ শহরের এসআর প্লাজার সম্মুখে দুই পাশের ফুটপাথ দখল করে অল্প পুঁজির ব্যবসায়ীরা সেখানে দোকানপাট খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শহরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অসংখ্য বহুতল ভবনে অফিস আর মার্কেট গড়ে উঠলেও নেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা। দখলে নিয়ে দাঁড়িয়ে থাকে মোটরসাইকেল অবৈধ রিকশা আর অটোরিকশা টমটম ও ভ্যান গাড়ি।

মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ স্থান জেলা প্রশাসক, জেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট, হাসপাতাল, থানা, জেলা কারাগার, পুলিশ লাইন প্রতিনিয়ত হাজার হাজার সাধারণ মানুষদের যাতায়াত। কিন্তু যানজটের কারণে সড়কটি এখন দুর্ভোগের শহর হিসেবে পরিচিত হচ্ছে বলে ধারণা সাধারণ মানুষের।