নদী ভাঙন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

গত সোমবার কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকার ধরলা নদীর ভাঙনকবলিত এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে সংগঠনটির নেতা ও কর্মী-সমর্থকেরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। ভাঙন রোধের প্রচেষ্টা চালাতে গিয়ে ড. আতিক মুজাহিদ বলেন- আমাদের নদী ভাঙে, আমাদের ঘর ভাঙে, আর এক শ্রেণির মানুষ ব্যবসায়ীক চিন্তা করে। তারা মনে করে যতবেশি ভাঙবে, ততবেশি তাদের ব্যবসা ভালো হবে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমাদের নিজ অর্থায়নে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধের প্রচেষ্টা করব। পর্যাক্রমে একই অনুপ্রেরণায় ভাঙনকবলিত অন্যন্য এলাকাতেও করা হবে * আলোকিত বাংলাদেশ