মোহনগঞ্জে ইউএনওর মতবিনিময়
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মোহনগঞ্জ(নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন, উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, সাংবাদিক, শিক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদেরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রহিম, মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোফাজ্জল হোসেন সবুজ, বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী চৌধুরী হীরা, সাংবাদিক কামরুল ইসলাম রতন, সাংবাদিক আজহারুল ইসলাম প্রমুখ।
