নওগাঁয় শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশপদ নবম গ্রেড করার দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকার বুধবার দুপুরে শহরের জেলা স্কুলের সামনে নওগাঁ সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমারদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জিলা স্কুলের সহকারী শিক্ষক ছাইদুল ইসলাম, অমিত কুমার, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, জিল্লুর রহমান, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাতিজা খাতুন, মিজানুর রহমান, সোহেল রানা, আজমুল হুদা, শারমিন ইসলাম, সাদেকুল ইসলাম প্রমুখ।
