দ্রুত ফ্লাইওভার নির্মাণ দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

জয়দেবপুর রেল ক্রসিংয়ে যানজট নিরসন ও দ্রুত ফ্লাইওভার নির্মাণে দাবিতে গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে গতকাল বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রাজবাড়ির সামনের অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর মেট্রো থানা জামায়াতের আমির, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মু. সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেন, জয়দেবপুর রাজবাড়ি এলাকার যানজট শুধু গাজীপুরের মানুষের জীবনকে বিপর্যস্ত করছে না, বরং সমগ্র দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে দ্রুত ফ্লাইওভার নির্মাণ ছাড়া বিকল্প নেই * আলোকিত বাংলাদেশ