যশোরে হাসপাতাল থেকে ছিনতাইকারী আটক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  যশোর প্রতিনিধি

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে স্বর্ণের চেন ছিনতাইয়ের চেষ্টাকালে নাসিমা (৪৪) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার দুপুরে ঐ নারীকে আটক করা হয়। আটক নাসিমা যশোর সদর উপজেলার আরবপুর গ্রামের আবু সিদ্দিকের মেয়ে। পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ছাতেন গ্রামের বাসিন্দা মোছা. শেফালী (৩০) তার স্বামী সালাউদ্দিনের সঙ্গে ট্রেনে করে যশোর আসেন চিকিৎসার জন্য। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে নাসিমা তার গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় উপস্থিত লোকজন তাকে ধরে ফেলে এবং হাসপাতাল পুলিশ গার্ড সোহেল রানাকে খবর দেয়। পরে হাসপাতাল পুলিশ গার্ড নাসিমাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।