শরীয়তপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানবববন্ধন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে বিএমডিসি বিবৃতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা। গত রোববার শরীয়তপুরের নড়িয়া কলুকাঠি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তরা বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা ও অপপ্রচারমূলক বিবৃতি প্রদান করেছে। যা দেশের ৫০ হাজারের অধিক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং দেশের জনগণের হোমিওপ্যাথি চিকিৎসা ও আস্থার প্রতি এক চরম আঘাত।

বক্তব্য রাখেন- কেন্দ্রীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সংগঠনের সভাপতি ডা. বদরুল হায়দার, শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক মো. নাজমুল হক প্রমুখ।