নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা কারাগার হতে লুট হওয়া ১টি ৭.৬২ চায়না রাইফেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
গত সোমবার বিকালে জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি খলাপাড়া বাজার মোড় সংলগ্ন একটি জঙ্গল হতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির ওসি আবুল কায়েস আকন্দ জানান, গোয়েন্দা তথ্যেরভিত্তিতে খলাপাড়া বাজার মোড় সংলগ্ন মসজিদের পশ্চিম পাশের একটি পতিত জমির জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ চায়না রাইফেল এবং একটি দেশীয় তৈরি পাইপগান জব্দ করা হয়।
প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে উদ্ধার ৭.৬২ চায়না রাইফেলটি নরসিংদী জেলখানা থেকে লুণ্ঠিত অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার অস্ত্র দুটির অবৈধ ব্যবহারকারীদের সনাক্ত করে গ্রেপ্তার করার জন্য জেলা গোয়েন্দা পুলিশ তৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
