সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামে পুকুরে ডুবে শিশু রাফসান আহমেদ রিক্তের (৫) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মিজানুর রহমান মৃদুলের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে শিশু রিক্ত অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরধারে খেলছিল।

এ সময় সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি এবং বিকালের দিকে ওই পুকুরে তার লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।