চুয়াডাঙ্গা সীমান্ত থেকে আটটি স্বর্ণের বারসহ আটক দুই

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া সীমান্ত থেকে এক কেজি ১৬২ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বারসহ আব্দুল মমিন ও আবুল কালাম আজাদকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

আটক আব্দুল মোমিন দর্শনা থানাধীন নাশিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে ও আবুল কালাম আজাদ একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজেপি সদস্যদের একটি চৌকস দল দর্শনা থানাধীন ছয়ঘরিয়া সীমান্তবর্তী ৭৯ নম্বর মেইন পিলার হতে ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া তেমাথা নামক স্থানে পাকা রাস্তার পাশে ওত পেতেছিল।

এই সময় সীমান্তগামী একটি মোটরসাইকেল দেখে গতিরোধ করে আব্দুল মমিন ও আবুল কালাম আজাদকে মোটরসাইকেলসহ আটক করে। তাদের দেহ তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসায় আটকরা জানান, বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। যার ওজন এক কেজি ১৬২ গ্রাম। যার মূল্য ১ কোটি ৭২ লাখ টাকা ১৫ হাজার ১৮২ টাকা। দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর জানান, এই ব্যাপারে সুলতানপুর বিওপি ক্যাম্পের হাবিলদার মো. মিজানুর রহমান বাদী হয়ে থানা একটি মামলা দায়ের করেছে। উদ্ধারকৃত স্বর্ণেরবারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।