শিশু অধিকার ও সুরক্ষাবিষয়ক কর্মশালা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর আয়োজনে উখিয়া উপজেলা কনফারেন্স রুমে গতকাল বুধবার অধিকার ও সুরক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন শিশু অধিকার সংশ্লিষ্ট কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। টেকনিক্যাল ম্যানেজার (সোস্যাল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ) শফিকুল ইসলাম ডিএসকের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। প্রধান অতিথি ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী। বিশেষ অতিথি ছিলেন- উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
