রাজবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল মান্নান মিয়া সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী গোয়ালন্দ মোড়ে শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে স্লোগান দিচ্ছিলেন। এসময় আওয়ামী পন্থিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ বহু শিক্ষার্থী গুলিবিদ্ধ ও আহত হন। এছাড়া আসামিরা ঘটনাস্থলে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়, যাতে আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, শিক্ষার্থী জিসান খানের দায়ের করা মামলারভিত্তিতে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
