ডিমলায় কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি রিপার, ১০টি পাওয়ার স্প্রেয়ার ও ৫টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ করা হয়েছে। গত বুধবার টায় উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে এই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদুল হক প্রমুখ।