ভারতে অনুপ্রবেশের চেষ্টায় কলমাকান্দায় আটক পাঁচ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচজনকে আটক করেছে বিজিবি। এরমধ্যে ২ জনকে বিজিবি নিজে আটক করে এবং বাকি ৩ জনকে আটক করে বিএসএফ পরে বিজিবির কাছে হস্তান্তর করে। গত শুক্রবার দুপুরে কলমাকান্দার কচুগড়া সীমান্ত দিয়ে তিনজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুইজনকে আটক করে বিজিবির কচুগড়া বিওপির একটি টহল দল। আটকরা হলেন- নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আন্দাদিয়া গ্রামের আলম মিয়া (২০), অটোরিকশাচালক ইমন মিয়া (২০), বিক্রমশ্রী গ্রামের রমজান আহমেদ (১৯), ময়মনসিংহের মুক্তাগাছা সদরের হারুন ইসলাম (১৯) ও জামালপুর সদর উপজেলার জুবায়ের হোসেন (১৯)। কলমাকান্দা থানার ওসি লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।
