সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে দেড় বছরের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এবং মাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি পৌর এলাকার শান্তি নগর গ্রামের ভাড়া বাসা থেকে মা সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়। নিহত তহিদুল আলম আভানের বাবা একটি ওষুধ কোম্পানির বিপণন কর্মকর্তা।

গত শুক্রবার বিপণন কাজে বাড়ির বাইরে থাকলে রাতের কোনো একসময় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে সন্তানকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে মা সাবিনা ইয়াসমিন মানসিক ভারসাম্যহীন বলা হলেও নিশ্চিতে ডাক্তারি পরীক্ষা করা হবে বলছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। হত্যার পেছনে কি কারণ জানতে জিজ্ঞাসাবাদ চলছে।