শ্যামনগরে বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপি নেতা শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সাবেক সাধারণ সম্পাদক ডিএম আব্দুস সামাদ, সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম নেতা শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ্যাড. আশে-ই-এলাহী মুন্না, সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আলমগীর সিদ্দিকী,সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক খান আব্দুস সবুরসহ বিএনপি যুবদল ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।