অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়া থেকে ১টি দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা মো. মিজান গ্রেপ্তার করেছেন সেনসদস্যরা। গত শুক্রবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। চন্দনাইশ আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, যুবলীগ নেতা মিজানের নিকট অস্ত্র থাকার বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে নজরদারিতে রাখা হয় মিজানকে। দীর্ঘ ২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বেগত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়।
