মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। গতকার রোববার দুপুরে শহরের বড়স্টেশনে চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মৎস্য পোনা অবমুক্তকরণের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল।

চাঁদপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানীর পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজালাল মিশন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।