তাড়াশে বজ্রপাতে কৃষক নিহত
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মালশিন গ্রামে বজ্রপাতে কৃষক আজিজুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ইনসাফ আলীর ছেলে। তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার দুপুরে কালো মেঘের তর্জন গর্জন ও বৃষ্টিতে ওই কৃষক বাড়ির পাশে মাঠে কাজ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
