নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে শিক্ষার্থীদের মতামত জানতে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে ছাত্র সংসদের সম্ভাব্য নাম নিয়ে শিক্ষার্থীদের মতামত নেয় প্রশাসন এবং অধিকাংশ শিক্ষার্থীর প্রস্তাবের ভিত্তিতে Nayrul University Central Students Union (নাকসু) নামটি গৃহীত হয়।

পরবর্তী পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সামনে ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। এতে প্রার্থীর যোগ্যতার মধ্যে অন্তত একটি শিক্ষাবর্ষ সম্পন্ন করা, ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকা এবং শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তিপ্রাপ্ত না হওয়ার শর্ত উল্লেখ করা হয়। নির্বাহী কমিটিতে সভাপতি, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদ রাখার প্রস্তাবও আলোচনায় আসে। একই সঙ্গে একজন প্রার্থী একাধিক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলেও জানানো হয়।

তহবিল ব্যবস্থাপনা বিষয়ে বলা হয়, ছাত্র সংসদের ব্যয় নির্বাহ হবে সদস্যদের বার্ষিক চাঁদা ও অনুমোদিত ডোনেশনের মাধ্যমে। এগুলো বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি অনুযায়ী পরিচালিত হবে। পাশাপাশি টানা তিনটি সভায় অনুমতি ছাড়া অনুপস্থিতি বা চূড়ান্ত ফল প্রকাশের পর কোনো সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার বিধানও গঠনতন্ত্রে উল্লেখ করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই আলোচনায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রদান করেন। তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণার দাবি জানান এবং একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিতর্কিত বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা করা হবে, শিক্ষার্থীদের সব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। উল্লেখ্য, গত ৩১ জুলাই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অনশনের প্রেক্ষাপটে ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে এই উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।