উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কিসমত শৈলাবুনিয়া গ্রামের মোসাম্মৎ সিমাকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৫০ হাজার টাকা অনুদান দিয়ে চায়ের দোকান ও মালামাল প্রদান করা হয়েছে। গত সোমবার মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দোকান হস্তান্তর করেন * আলোকিত বাংলাদেশ
