অনুদানের চেক বিতরণ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনার গুরুত্বর আহত খুকী রানী চিকিৎসার জন্য অনুদানের চেক প্রদান করেন উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহর আল মুমিন আহত খুকী রানীর পুত্র মিটন নাথকে এই অনদান চেক হস্তান্তর করেন। উল্লেখ, গত ২২ আগস্ট উপজেলা পরিষদের সামনে সিএনজি অটোরিকশা ধাক্কায় খুকীরানী সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হন। পরবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমান চিকিৎসাধীন।