কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
চাচি শাশুড়ি আটক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার চাচি শাশুড়িকে আটক করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে কালকিনি থানা পুলিশ। নিহত পাখি বেগম উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামের সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। পাখি বেগমের ৪ বছরের শিশু সন্তান রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো প্রবাসীর স্ত্রী পাখি বেগম রাতের খাবার খেয়ে ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে দুর্বৃত্তরা পাখি বেগমের বসত ঘরের চালে ইট পাটকেল ছুড়ে মারে। সেই ইট পাটকেলের শব্দে পাখি বেগম উঠে দরজা খুলে বাইরের তাকান। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার সন্তানের সামনেই এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে ওই শিশুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় নিহতের চাচি শাশুড়ি পলি বেগমকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত পলি বেগম একই এলাকার শাহাদাত হাওলাদারের স্ত্রী।
নিহতের শাশুড়ি নাজমা বেগম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার পুত্রবধূকে খুন করা হয়েছে। খুনের ঘটনার রাতে পলী বেগম তার বাড়িতে বসে ঢোলটগর পিটিয়ে নাচগান করেছে।
