এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিাবর অফিসার্স ক্লাবে বদলিজনিত বিদায়ী সংবর্ধনায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডলের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম রসুল রাখি, নবাগত সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ প্রমুখ।