শিশুদের পাশে নেত্রকোনার জেলা প্রশাসক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ব্যক্তিগতভাবে সরকারি শিশু পরিবার (বালক) ছেলেদের জন্য গতকাল শুক্রবার দুপুরের উন্নত মানের খাবারের আয়োজন করেন। জেলা প্রশাসক সপরিবারে উপস্থিত হয়ে শিশুদের নিয়ে দুপুরের খাবার খান। এর আগে জেলা প্রশাসক শিশু পরিবারের মসজিদে ছেলেদের সঙ্গে জুম্মার নামায আদায় করেন। দীর্ঘ সময় জেলা প্রশাসক শিশুদের সঙ্গে সময় কাটান, ছোট ছোট এতিম শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন। স্যার শিশু পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং শিশু পরিবারের অগ্রগতিতে সব ধরনের সহযোগিতার কথা বলেন। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন- উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ নেত্রকোনা আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান প্রমুখ।