মতলবে বিএনপি নেতা হত্যার আসামি রিমান্ডে
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরের সাবেক বিএনপি নেতা মো. ছলিম উল্লাহ লাভলু হত্যার আসামি অটোরিকশা চালক মো. বাবুকে (৩৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত বুধবার চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত এ আদেশ দেন। এর আগে ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চাঁদপুরের পুলিশ পরিদর্শক সৈয়দ আবু শাহজাহান কবির বাবুর ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানির তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে বুধবার রিমান্ড শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৮ আগস্ট নবুরকান্দি শ্বশুর বাড়ি থেকে বাবুকে গ্রেপ্তার করে চাঁদপুর জেলা পিবিআই। র্দীঘ প্রায় তিন বছর ধরে পলাতক থাকার পর তিনি পুলিশের হাতে ধরা পড়েন।
উল্লেখ্য, ২০২২ সালের ১ নভেম্বর রাতে খাবার খেয়ে মান্দারতলী বাজারে তার মালিকানাধীন স’মিলে রাত্রীযাপনের জন বাড়ি থেকে বের হন। পরদিন ভোরে মান্দারতলী এলাকার সড়কের পাশ থেকে লাভলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বড় ভাই আহসান হাবিব বাদি হয়ে মতলব উত্তর থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।
নিহত লাভলুর ভগ্নিপতি মোহাম্মদ হানিফ বলেন, মতলব উত্তর উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লাভলু। এছাড়া ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন তিনি। ২০১৮ সালের ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীও ছিলেন তিনি। লাভলুকে হত্যার পর তার লাশ অটোরিকশায় করে বাড়ির পাশে ফেলে রেখে যায় বাবু।
