বাগেরহাটে সংসদীয় আসন বহাল রাখার দাবিতে পাঁচ দিনের কর্মসূচি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন নির্ধারণ করে সীমনা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ ও চারটি আসন বহাল রাখার দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। গতকাল রোববার বেলা ১২টার দিকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন নেতারা। তাদের দেওয়া কর্মসূচিতে গতকাল রোববার বিকালে বাগেরহাট জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল সম্মেলন, আজ সোমবার বাগেরহাট জেলাজুড়ে সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধ, জেলা ও উপজেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান, ৯ সেপ্টেস্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল, ১০-১১ সেপ্টম্বর আবারও টানা ৪৮ ঘণ্টার হরতাল। এছাড়া বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সমন্বয়ে চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান বিএনপি নেতা এমএ সালাম।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি সম্মিলিত কমিটির কো কনভেনর এমএ সালাম, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, যুব নেতা শেখ মনজুরুলহক রাহাদ, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, খান মনিরুল ইসলাম, ব্যারিস্টার শেখ মো. জাকির, খাদেম নেয়ামুল নাসির আলাপ, ফকির তরিকুল ইসলাম, সৈয়দ নাসির আহম্মেদ মালেকসহ সর্বদলীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।