এনসিপির উপজেলা সমন্বয়ক কমিটির পরিচিতি সভা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডোমার উপজেলা সমন্বয়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডোমার শহরের স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার শীর্ষ নেতারাসহ উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনসিপি নীলফামারী জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, এনসিপি জেলা যুগ্ম সমন্বয়কারী শাহ্ আজিজুর রহমান। বিশেষ বক্তা ছিলেন শামসুল হক শাহ।
