সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সেমিনার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে সাতক্ষীরা জেলা মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইমলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে গতকাল সোমবার সকালে শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াত অফিসের কাজী শামসুর রহমান মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. সিফাত উল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি এড. আবু তালেব, মো. আব্দুল গফুর ও মো. আনিসুর রহমান। নির্যাতিত পরিবার ও শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শহিদ আবু হানিফ ছোটনের পিতা মো. শহর আলী, সাবেক কলেজ কার্যক্রম সম্পাদক আমিনুর রহমান এবং স্পোর্টস সম্পাদক মো. আল আমিন।