রংপুরে আনসার ভিডিপির প্রশিক্ষণ কোর্স সমাপনী
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরে আনসার বাহিনীর মৌলিক প্রশিক্ষণের কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪দিন মেয়াদি ১৩৬ জন, উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ, (১ম ধাপে) কোর্সের সমাপনী অনুষ্ঠানে সম্পন্ন হয়। প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপমহাপরিচালক বলেন আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যাণে সমাজের উন্নয়নে আনসার-ভিডিপির সদস্যদের কাজ করতে হবে। গ্রামাঞ্চলের ও সামাজিক কার্যকলাপ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন দলগতভাবে প্রতিরোধে কাজ করতে হবে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার ভিডিপি বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে একটি মর্যাদাশীল ও সুদৃঢ় অবস্থানে এ বাহিনীকে দাঁড় করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সবাইকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
