বিশ্ব মেরুরজ্জু দিবসে সচেতনতা ও পুনর্বাসনের আহ্বান

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মেরুরজ্জুর আঘাতে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে মানিকগঞ্জে পালিত হলো বিশ্ব মেরুরজ্জু দিবস। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের সিআরপি অডিটরিয়ামে এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা একত্রিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল বাতেন। তিনি তার বক্তব্যে মেরুরজ্জুর আঘাতের কারণ, এর প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সমাজে পূর্ণাঙ্গ পুনর্বাসনের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ‘সঠিক সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা মেরুরজ্জুজনিত আঘাতের ঝুঁকি কমাতে পারে এবং ক্ষতিগ্রস্তদের জীবনকে নতুন করে সাজাতে সাহায্য করতে পারে।

আলোচনা সভায় সিআরপি মানিকগঞ্জ শাখার পরিচালকসহ অন্যান্য স্থানীয় কর্মকর্তারাও মেরুরজ্জুর আঘাতে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি জোরালো আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, উন্নত চিকিৎসা সুবিধা এবং একটি সহানুভূতিশীল পরিবেশই পারে এই মানুষদের জীবনযাত্রার মান উন্নত করতে। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং মেরুরজ্জুর আঘাতে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মেরুরজ্জুর আঘাত প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্তদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সিআরপি-র প্রজেক্ট অফিসার রহমতউল্লাহ বারীর সভাপতিত্বে এবং এডভোকেসি অফিসার কাজী আইরিন জান্নাতের চমৎকার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার রতন পারভেজ প্রমুখ।