কেন্দুয়ায় মুক্ত জলাশয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মুক্ত জলাশয়ে অবৈধভাবে স্থাপিত বাঁশ, মশারি জাল, চায়না দুয়ারি জাল ও অন্যান্য সামগ্রী দিয়ে নির্মিত অস্থায়ী বাঁধ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও এলাকার ৬নং ওয়ার্ডে পাটেশ্বরী নদীর একাধিক স্থানে কেন্দুয়া উপজেলা মৎস কর্মকর্তা ও এসিল্যান্ডের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত করে এমন বাঁধ ও জাল অপসারণ করা হয়। জব্দকৃত বিপুল পরিমাণ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার বলেন, মুক্ত জলাশয়ে অবৈধ বাঁধ ও চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ আইনবিরোধী। এতে একদিকে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে স্থানীয় জেলে আব্দুল হক বলেন, আমরা ছোট জাল দিয়ে পরিশ্রম করে মাছ ধরি। কিন্তু বড় বড় বাঁধ আর চায়না দুয়ারি জালে নদীর সব মাছ আটকা পড়ে যায়।

এতে আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। আজকের অভিযান দেখে আমরা স্বস্তি পেয়েছি। স্থানীয়রা জানান, এ ধরনের নিয়মিত অভিযান হলে নদীর মাছের উৎপাদন বাড়বে এবং প্রকৃত জেলেরা উপকৃত হবেন।