সিরাজগঞ্জে জাল টাকাসহ আটক এক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪৮ হাজার টাকার জাল নোটসহ রঞ্জু আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। তিনি ওই উপজেলার বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামানিকের ছেলে। র্যাব-১২’র কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদেরভিত্তিতে গত মঙ্গলবার বিকালে উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়।
এ অভিযানে উল্লেখিত জাল টাকার নোটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
