দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
২০২৫-২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় দাগনভূঞা বিজিবি ক্যাম্পে বিনামূল্যে ৫০০ গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জায়লস্কর ৪ ব্যাটালিয়ন প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম, ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন- উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া, মো. মোশাররফ হোসেন, আমীর উদ্দিন ও সুলতানা জাহান আছফা। এ সময় কাঁঠালের চারা ১৫০টি, নিম ১৫০টি, আম ৭৫টি, জাম ৫০টি, নারিকেল ৩০টি, তাল ৩০টি ও বেলের চারা ১৫টি বিতরণ করা হয়েছে।
