যৌন হয়রানির চেষ্টায় শিক্ষকের ১০ বছর কারাদণ্ড

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নবম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩২) নামে বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।

রায়ে অভিযুক্ত শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, ‘বহুল আলোচিত এ মামলায় আদালত আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।’

এর আগে গত ১৬ এপ্রিল জেলা শহরের মসজিদ পাড়া এলাকার নিজস্ব কোচিং সেন্টারে ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা চলে গেলে নবম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানির চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান। এসময় স্থানীয়রা টের পেয়ে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মোস্তাফিজুর রহমান ঠাকুরগাঁও জেলার চিলারং ইউনিয়নের পাহাড়ডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। এ রায় ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়রা।