চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল নামক স্থানে ট্রাক-ইজিবাইক মুখামুখি সংঘর্ষে সাহার আলি (৫২) নামে একজন নিহত হয়েছে। এই সময় একজন নারীসহ ছয় জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাহার আলি সদর উপজেলার ভান্ডার দোহা গ্রামের মৃত মুনছুর আলী ছেলে।
পুলিশও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকাল পাঁচটার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক নয় মাইল নামক স্থানে পৌঁছাইলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সাহার আলি নিহত হয়। এই সময় একজন নারীসহ ছয় জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, একই উপজেলার ভান্ডার দোয়া গ্রামের জরিনা খাতুন, পারভিন আক্তার ও সোনালী খাতুনসহ ৬ জন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালিদ হোসেন জানান, নিহত সাহার আলির লাশ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
