১১ বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে বিএসএফ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিজিবির হাতে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বুধবার রাতে সীমান্তের ৬১/৭ এস পিলারের সন্নিকটে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ বেনীপুর বিওপির কোম্পানি কমান্ডারের হাতে তাদেরকে তুলে দেন। গতকাল বৃহস্পতিবার বিজিবি তাদেরকে জীবননগর থানায় সোপর্দ করেছে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১১ জন বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ১৯৪ ব্যাটালিয়নের অধীনস্থ নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ ১১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে।
আটকৃতরা বিএসএফকে জানায়, তারা অবৈধ পথে ভারতে প্রবেশ করেছে এবং মুম্বাই শহরের বাসা-বাড়িতে গৃহকর্মীসহ দিন মজুরের কাজ করতো। দেশে ফেরার পথে তারা বিএসএফের হাতে আটক হয়।
আটককৃতদের নামণ্ডঠিকানা ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ বেনীপুর বিওপিকে অবগত করে আটককৃত বাংলাদেশিদের ফেরত নেওয়ার জন্য। গত বুধবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে সীমান্তের ৬১/৭নং এস পিলারের সন্নিকটে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ পতাকা বৈঠকের পর বিএসএফ আটক ১১ জন নারী-পুরুষ ও শিশুকে বেনীপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. ওবায়দুল্লাহর হাতে তুলে দেয়।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ফেরতকৃতদের গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।
