মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা গ্রামে বিজিবি অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, দুপুরের দিকে বাঘাডাঙ্গা বিওপির সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বাঘাডাঙ্গা গ্রামের একটি খড়ের গাদা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।