গোপালগঞ্জে ১৪৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাবেত আহমেদ, গোপালগঞ্জ

গোপালগঞ্জে এসএসসি ও এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে এমন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

জেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শিক্ষার্থীদের এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পাঁচ উপজেলার ১৪৬ জন কৃতী শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এরমধ্যে এসএসসির ১২৬ জন এবং এইচএসসির ২০ জন শিক্ষার্থী রয়েছে। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও পৌর প্রশাসক রুলি বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান প্রমুখ।