প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের প্রয়াত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নর কাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কাঙ্গালিয়া বিএনপির গ্রাম কমিটির উদ্যোগে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাঙ্গালিয়া বিএনপি গ্রাম কমিটির সভাপতি মো. মালেক মিয়ার সভাপতিত্বে ও বেলাব উপজেলা যুবদলের নেতা মাসুদ মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল। এই সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ কাদের জলিল, নারায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম তানভির, বেলাব উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, বেলাব উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।