মুন্সীগঞ্জে পুলিশে ট্রেইনি কনস্টেবল পদে ২০ জন চূড়ান্ত
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল শুক্রবার মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে নিয়োগ বোর্ডের সভাপতি ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের পক্ষে প্রার্থীদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের অন্যতম সদস্য ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম। এ সময় উপস্থিত ছিলেন- নিয়োগ বোর্ডের সদস্য নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খণ্ডসার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার, (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘোষণার পরপরই জেলা পুলিশের পক্ষ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়, মুন্সীগঞ্জ জেলার ২০টি শূন্য পদের বিপরীতে মোট ৩১৮ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক স্ক্রিনিং শেষে ২১৮ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১৩৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
