আবারও বাড়ছে তিন নদীর পানি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। গতকাল শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাঙ্খা পয়েন্টে ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার পানি বেড়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ওই পয়েন্টে পদ্মা নদীর পানির স্তর ছিল ২০ দশমিক ৭৪ মিটার। ফলে বিপৎসীমার এক দশমিক ৩১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। এছাড়া মহানন্দা নদীতে পানির স্তর ছিল ১৮ দশমিক ৭৯ মিটার। ফলে নদীটির বিপৎসীমার এক দশমিক ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মহানন্দায় পানি বেড়েছে ৫ সেন্টিমিটার। অন্যদিকে, পুনর্ভবা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীটিতে পানির স্তর রয়েছে ১৮ দশমিক ৮১ মিটার। যার ফলে নদীটির বিপৎসীমার ২ দশমিক ৭৪ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমন কল্যাণ দাস বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বেড়েছে। আগামী পাঁচ দিন পদ্মায় পানি বাড়বে।
