বরগুনায় সাবেক নাজির ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা একটি মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গতকাল শুক্রবার বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুল আলম এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, দুদক পটুয়াখালীর সমন্বিত কার্যালয়ের অনুসন্ধানে মাসুদ করিমের গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। তবে তার নিজের নামে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ ও স্ত্রী খাদিজা আক্তারের নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এছাড়া ৩২ লাখ ৫৯ হাজার ৯৯৩ টাকা ঋণ বাদে তার নিজ নামে ও স্ত্রীর নামে অর্জিত নিট সম্পদ পাওয়া যায় ১ কোটি ৯২ লাখ ৮ হাজার ৩৬৪ টাকা।
মাসুদ করিম তার পারিবারিক ব্যয় দেখান ২৫ লাখ ৫৪ হাজার ১৪৩ টাকা এবং মাসুদ ও তার স্ত্রীর নামে অর্জিত মোট সম্পদের মূল্য তদন্তে পাওয়া যায় ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা।
তদন্তে ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা আয় ব্যতীত তার নিজ ও স্ত্রীর নামে অর্জিত জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মূল্য পাওয়া যায় ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকা।
এছাড়া আসামি মোহাম্মদ আল মাসুদ করিমের দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন।
