জাতীয় নির্বাচনের হিসাব আলাদা

বললেন আবদুল আউয়াল মিন্টু

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান এফবিসিসিআই এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন দেশে এখনও মব ভায়োলেন্স চলছে। এ মুহূর্তে দেশে কেউই নিরাপদ নয়। গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধ হয়নি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে, তারেক রহমান দেশে ফিরে আসবে। জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববদ্যালয়ের ছাত্র সংসদের ফলাফলের সম্পর্ক নাই। ছাত্রদের এক হিসাব। জাতীয় নির্বাচনে অন্য হিসাব। এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকে তখন নির্বাচনসহ সব কিছু নিয়ে শঙ্কা থাকে।

গতকাল শুক্রবার ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে আলোকিত ফেনী বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন।

ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য কবি জাকির আবু জাফর, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ। এ সময় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।